Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তালায় শেখ হাসিনার বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৮:০৪ পিএম


তালায় শেখ হাসিনার বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ

স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিপন ইসলাম প্রমুখ।

শান্তি সমাবেশ স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সমাবেশে বক্তারা, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

ইএইচ

Link copied!