Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৮:৩৭ পিএম


রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

রাজবাড়ীতে একটি দেশীয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলা সদরের মাইটকোট এলাকার করিম শেখের ছেলে আমির শেখ ও পশ্চিম নলডুবি এলাকার লতিফ শেখের ছেলে কাদের শেখ।

শনিবার দুপুরে জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকা থেকে থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখায়রুল আলম প্রধান বলেন, শনিবার দুপুরে পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তার চালকের কোমরে অস্ত্র দেখতে পায় স্থানীয়রা। এ সময় তারা তাকে ধরতে গেলে সে দৌড়ে পাশের ঝোপে লুকানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী একত্রে ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

ইএইচ

Link copied!