Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

খুলনায় নাইস ফাউন্ডেশনের উদ্যোগে দ্বি-মাসিক সভা

খুলনা ব্যুরো

খুলনা ব্যুরো

আগস্ট ১৭, ২০২৪, ০৮:৫৫ পিএম


খুলনায় নাইস ফাউন্ডেশনের উদ্যোগে দ্বি-মাসিক সভা

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় খুলনাস্থ নাইস ফাউন্ডেশনের আয়োজনে প্রধান কার্যালয়ের হল রুমে দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির কো-কনভেনার লুৎফুন্নেছা হীরা।

সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, আমাদের দৃষ্টি রাখতে হবে যেন কোন প্রকার ভায়োলেন্সের শিকার কেউ না হয়।

তিনি আরও বলেন, যদি কেউ তার অধিকার না পায় সে সকল বিষয়গুলি আমাদের নজরে এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বর্তমান অবস্থায় আমাদের কর্ম এলাকার পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা যা খুলনাবাসীর ভাবনাব বাইরে ছিল সেগুলির পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

কো-কনভেনার লুৎফুন্নেছা হীরা বলেন, আমাদের এই কমিটিকে আরও শক্তিশালী করার জন্য নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজন।

এ বিষয়ে দৈনিক আমার সংবাদের ব্যুরো প্রধান ও এইচআরডি মেম্বার একরামুল কবির বলেন- কমিটি পুনঃগঠনের ব্যাপারে যেন সক্রিয় রাজনৈতিক ব্যক্তি বা সাজাপ্রাপ্ত অসামি অন্তর্ভুক্ত না হয়।

সভায় বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আরও বক্তব্য দেন, মানবাধিকার কর্মী জেবুন্নেছা, আফরোজা সুলতানা খুকু, মোল্লা শওকাত হোসেন, আ. গফুর, ইসরাক জাহান, ঐশর্য্য মল্লিক, রাবেয়া সুলতানা, পারভীন আক্তার, মো. বাবলুজ্জামান ও সময় টিভির খুলনা প্রতিনিধি বি এইচ সজল প্রমুখ।

ইএইচ

Link copied!