Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিহত শিক্ষার্থী সাগরের বাড়িতে রাজবাড়ীর বিএনপি নেতারা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৯:০২ পিএম


নিহত শিক্ষার্থী সাগরের বাড়িতে রাজবাড়ীর বিএনপি নেতারা

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মীরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী সাগর হোসের বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে নিহত সাগরের বাড়ি রাজবাড়ী বালিয়াকান্দির নারুয়ার বিলটাকাপুড়া গ্রামের বাড়িতে এসে লিয়াকত-আসলাম-হারুন এবং দুপুরে খৈয়ম সাবুর অনুসারীরা এ সমবেদনা জানান।

পরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে পৃথক পৃথক নেতাকর্মীরা বিলটাকাপুড়া কবরস্থানে গিয়ে শহীদ সাগরের কবর জিয়ারত করেন।

ইএইচ

Link copied!