Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়ক ধস, বন্ধ যানচলাচল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

আগস্ট ১৮, ২০২৪, ০১:১৮ পিএম


কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়ক ধস, বন্ধ যানচলাচল

গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়ক মাটি ধসে গিয়ে বন্ধ হয়ে গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কটির কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে সম্পূর্ণ ভেঙে গেছে। এতে করে সড়কটি সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবেনা।

এদিকে সড়কটির মেরামত কাজ দ্রুত শুরু করা হবে নিশ্চিত করেছে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর।

এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার থেকেই পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হবে। দ্রুত সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, সড়কটির ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। ইতিমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর সাথে যোগাযোগ হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারো যান চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটার এর সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙামাটি জেলার সাথে বান্দরবান এর যাতায়াত করা অন্যতম প্রধান সড়ক এটি। যার ফলে সড়কটি এই ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিআরইউ

Link copied!