Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেয়রের পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০২:০২ পিএম


মেয়রের পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ৷

রোববার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এদিকে একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে দুই শতাধিক শিক্ষার্থীর আরেকটি দল পৌরসভার সামনে পৌর মেয়রের পদত্যাগের দাবি জানান।  

নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদগঞ্জ বাজারের অটোচালকদের কাছ থেকে লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়, পূর্বের কর্মচারীদের বাদ দিয়ে শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের মাস্টাররোলে পৌরসভায় চাকরির প্রদান, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য, দুর্নীতি করে নিজের মেয়েকে দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করা, সালিশি বাণিজ্য, দলীয় ক্যাডার দিয়ে চাঁদাবাজি, কালো টাকায় বিভিন্ন স্থানে একাধিক বহুতল বাড়ি নির্মাণ, জোর জবরদস্তি করে ইচ্ছেমতো মনগড়াভাবে বিভিন্ন স্থানে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখাসহ নানান অভিযোগ রয়েছে এই পৌর মেয়রের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কথা বললেই জামায়াত-বিএনপির তকমা লাগিয়ে হয়রানি করতেন আবুল খায়ের পাটওয়ারী।

ইএইচ

Link copied!