Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরের তারাবুনিয়ায় মাদক ও জুয়া বিরোধী র‍্যালি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০২:৩৭ পিএম


শরীয়তপুরের তারাবুনিয়ায় মাদক ও জুয়া বিরোধী র‍্যালি

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নে মাদক, জুয়া, সুদ, ঘুষ ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে চেয়ারম্যান বাজার প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে র‍্যালির কার্যক্রম সমাপ্ত হয়।

বক্তারা বলেন, মাদক ও জুয়া একটি সুন্দর পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমানে এসব অপরাধ সমাজে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে যুবসমাজ সামাজিক অপরাধ যেমন চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এমনকি পিতা-মাতাকেও মারধর করতে দ্বিধা করে না। 
নিজেদের পরিবারকে বাঁচাতে যুব সমাজকে এসব অপরাধ থেকে ফিরিয়ে আনতে জনসচেতনতা প্রয়োজন। মাদক ও জুয়ার আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে পরিবার, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

মাদক ও জুয়া বিরোধী র‍্যালিতে উপস্থিত ছিলেন- উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের উপদেষ্টা মনির খান, ইউসুফ আবির সিকদার, নুরুল আমিন তাঁতী, ইমরান সরকার, ক্যাপ্টেন সম্রাট, তারেক ঢালি, রাসেল মাহমুদ সহ এলাকার ছাত্র ও যুব সমাজ।

ইএইচ 

Link copied!