Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

আন্দোলনে নিহত আইতুল্লাহর জানাজা শেষে দাফন সম্পন্ন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৩:০৬ পিএম


আন্দোলনে নিহত আইতুল্লাহর জানাজা শেষে দাফন সম্পন্ন

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল থেকে নিখোঁজের পর গতকাল মর্গে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করতেন আয়াতুল্লাহ (২০)। বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলের অংশ নেন আইতুল্লাহ।

রাজধানীর সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির সামনে মিছিলে গুলিবর্ষণ করে আনসার বাহিনীর সদস্যরা এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে পড়ে। ঐসময় খোঁজ মেলেনি আয়াতুল্লাহর।

শেষে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও মর্গে কোথাও খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি তার পরিবার। শেষে অনেক খোঁজাখুঁজির পর ১৬ আগস্ট শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে খোঁজ মেলে আয়াতুল্লাহর মরদেহের।

নিহত আয়াতুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রশাসন ও তার বড় ভাই সোহাগ মিয়া আমার সংবাদকে জানান- লাশ শনাক্তের পর গতকাল প্রশাসনিক কার্যক্রম শেষে লাশ বুঝে পাই এবং মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গভীর রাতে ব্রিজে জানাজা শেষে নিজগ্রাম জুলুষায় দাফন সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!