জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৪, ০৪:৪০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৪, ০৪:৪০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ দেওয়া হয়েছিল।
সেই নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে।
রোববার থেকে জেলার প্রায় ৭০০ স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।
তবে শিক্ষকরা বলছেন, আজ শিক্ষার্থীদের উপস্থিতি কম। অল্প সময়ের মধ্যে আবার স্বাভাবিক হয়ে উপস্থিতি বাড়বে।
এদিকে প্রায় এক মাস পর আজ থেকে পাঠদান শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
ইএইচ