Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

৪ কোটি টাকার মাদক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৫:০১ পিএম


৪ কোটি টাকার মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ৪ কোটি টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার রাতে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যাম্পের পাশে নজরদারি বাড়ানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথলী হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটির গতিরোধ করার চেষ্টা করেন বিজিবি সদস্যরা।

এ সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় লুকানো ১শ মিলিগ্রামের চারটি বোতল (এলএসডি) উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।

ইএইচ

Link copied!