Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে প্রয়াত ও অবসরপ্রাপ্ত ১৫ জন শ্রমিকদের মাঝে অনুদান

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৫:৫৯ পিএম


অভয়নগরে প্রয়াত ও অবসরপ্রাপ্ত ১৫ জন শ্রমিকদের মাঝে অনুদান

যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় প্রয়াত ও অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের অফিস কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

এ সময় চেক বিতরণ করেন- যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রবিউল হোসেন।

এ সময় প্রয়াত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে নূর ইসলাম, আমজাদ গাজী, সিরাজুল ইসলাম, সৈয়দ আলী, বাবুল হোসেন, রহম মোল্যা, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মজিদ, মোস্তফা হোসেন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ শাহাদাৎ, মোহাম্মদ আকবর, মোহাম্মদ রফিক, ছাকু ড্রাইভার ও সোহরাব ড্রাইভারের পরিবারের সদস্যদের মাঝে চেক প্রদান করা হয়।

চেক প্রদানকালে ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!