Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ১৮, ২০২৪, ০৬:২৪ পিএম


পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জামিউল ইসলাম হিমেল (২৪) নামে ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত হিমেল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন।

ভুক্তভোগী হিমেল জানান, বেলা ১১টার দিকে তিনি হল থেকে খাবার খেতে ক্যাম্পাস গেটে যান। এ সময় অপরিচিত একজন তাকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর ওই অপরিচিত জনের সঙ্গে আরও তিনজন ছেলে যোগ দেন। পরে সেখানে তার হাতে এবং পায়ে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পরে হিমেলের সহপাঠীরা প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করান। সেখানের ডাক্তাররা তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তার সহপাঠীরা তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

হিমেল বলেন, আমি ছাত্রলীগ করতাম ঠিকই, কিন্তু কারো সঙ্গে আমার তেমন দ্বন্দ্ব ছিল না। তারপরও আমাকে কেন ছুরিকাঘাত করা হলো তা বুঝতে পারছি না। ছাত্রলীগ করার কারণে এটা হয়েছে কিনা সেটা বলতে পারছি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা বলেন, সকালে আমাদের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে আমি জেনেছি। পরে আমি তাকে দেখতে যাই। হিমেলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয় ও পরে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করবো।

ইএইচ

Link copied!