Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টমটম শ্রমিকদের বিক্ষোভ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

আগস্ট ১৮, ২০২৪, ০৭:৪৬ পিএম


জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টমটম শ্রমিকদের বিক্ষোভ

দ্রুত সময়ের মধ্যে অবৈধ টমটম লাইসেন্স বাতিলসহ স্মারকলিপিতে দেয়া নানা দাবি পূরণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার শহরের টমটম চালক এবং টমটমের সাথে সম্পৃক্ত শ্রমিকেরা।

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল নিয়ে টমটম চালক ও এর সাথে সম্পৃক্ত শ্রমিকেরা জড়ো হয়ে এ হুঁশিয়ারি দেন৷

এ সময় শ্রমিকরা স্লোগান দিয়ে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভাতে একটি চক্র সিন্ডিকেট করে টমটমের লাইসেন্স নিয়ে অবৈধ বাণিজ্য করে, তাই দ্রুত এইসব অবৈধ টমটম লাইসেন্স দ্রুত বাতিল করতে হবে৷

বিক্ষোভ শেষে মানববন্ধন করেন টমটম চালক ও এর সাথে সম্পৃক্ত শ্রমিকেরা৷

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি  প্রদান করা হয়।

টমটম ও এর সাথে সম্পৃক্ত শ্রমিক নেতারা বলেন, এতোদিন ধরে পৌরসভাতে একটি চক্র সিন্ডিকেট করে টমটমের লাইসেন্স নিয়ে অবৈধ বাণিজ্য করে, তাই দ্রুত এইসব অবৈধ টমটম লাইসেন্স দ্রুত বাতিল করতে হবে, এছাড়া এই লাইসেন্স নবায়ন ফিস কমানোর দাবিও করেন তারা।

যদি তাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না তাহলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

ইএইচ

Link copied!