Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৮:১৬ পিএম


জামালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল খানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে আয়োজন ছাত্র-জনতা। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, ইউপি সদস্য মিজানুর রহমান ও রকিবুল ইসলামসহ স্থানীয় ছাত্র জনতা।  

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন কোন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের সর্বনিম্নস্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদ সদস্যদের যেমন অব্যাহতি দেওয়া হয়েছে তেমনি উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলে সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করে হলে তাকে পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!