Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও শেখ হাসিনার বিচার দাবিতে সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৮:২৪ পিএম


ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও শেখ হাসিনার বিচার দাবিতে সমাবেশ

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ও শেখ হাসিনার বিচার দাবি করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উত্তর বিএনপি আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য, কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।    

সাতৈর ইউনিয়ন বিএনপিরসহ সভাপতি আ. মান্নাফ মুন্সির সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আ. শুকুর শেখ, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধূরী ইরান, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ সভাপতি আ. আলীম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বৈষম বিরোধী কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার বিচার দাবি করে বক্তব্য দেন নেতারা।

বক্তারা যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!