Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুর সীমান্তে ৫ বাংলাদেশি তরুণ আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৯:০০ পিএম


দৌলতপুর সীমান্তে ৫ বাংলাদেশি তরুণ আটক

ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, রোববার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখণ্ড থেকে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।

এ বিষয়ে বিজিবির প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তবে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে, নাকি পুলিশে হস্তান্তর করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।

ইএইচ

Link copied!