Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষার্থীদের উপর হামলা: মামলায় করিমগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক মেয়র আসামি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৯:০৯ পিএম


শিক্ষার্থীদের উপর হামলা: মামলায় করিমগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক মেয়র আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগে করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিন ও সাবেক মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাইয়ূমসহ ১৩ জনের নাম উল্লেখ করে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে করিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ও আন্দোলনকারী বায়েজিদ হোসেন হৃদয় বাদী হয়ে রোববার দুপুরে করিমগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে।

ইএইচ

Link copied!