টাঙ্গাইল প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৪, ০৯:১৫ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৪, ০৯:১৫ পিএম
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে লিখিত অনাস্থাপত্র দিয়েছেন নারী প্যানেল চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য।
রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওই অনাস্থাপত্র দেন তারা।
লিখিত অনাস্থাপত্রে চেয়ারম্যান আফজাল হোসেন বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অনাস্থাপত্রে, পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বিক্রির টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের সম্মনিভাতা নিয়মিত না দেয়া, বছরে কত টাকা আদায় আর কত ব্যয় তা গোপন রাখা, ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত উন্নয়ন সহায়তা তহবিল ১%, টিআর, কাবিখাসহ সকল খাতের অর্থ পরিষদের সাধারণ সভায় প্রকল্প গ্রহণ না করে নিজের বাহামভুক্ত ইউপি সদস্যের মাধ্যমে প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাৎ, ওয়ার্ড ভিত্তিক সুষম বণ্টন না করে চালানো হয়েছে স্বেচ্ছাচারিতা, ওয়ার্ডের জনসংখ্যা ভিত্তিতে বরাদ্দের নিয়ম না মেনে ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ভাতার বড় অংশ নিজে রেখে ইচ্ছামতো বণ্টন করার অভিযোগ আনা হয়।
দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন অনাস্থাপত্রে লেখা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলী জানান, দাইন্যা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দেয়া ৯ ইউপি সদস্যের লিখিত অনাস্থাপত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুতই অনাস্থাপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।
অনাস্থাপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন, নারী প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ইউপি সদস্য অমলা পোদ্দার, সুফিয়া বেগম, বিলকিস বেগম, ইউপি সদস্য শওকত আলী, আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, লিটন মিয়া, সোহরাব হোসেন, আবু সাইদ।
ইএইচ