Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ১২:০৯ এএম


মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা দিয়েছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।

রোববার বিকালে ইউনিয়ন পরিষদের সম্মুখে ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ অনাস্থার ঘোষণা করেন।  

তারা জানান, নির্বাচনের আড়াই বছর অতিবাহিত হলেও অদ্যাবধি প্যানেল চেয়ারম্যান করা হয়নি, সরকারি কোন চিঠিপত্র পরিষদের সদস্যদের সম্মুখে উন্মুক্ত করা হয় না, ইউপি চেয়ারম্যান ট্যাক্সের রশিদ কতগুলো ছাপিয়েছেন এবং কতগুলো বিতরণ করেছেন তা তাদেরকে অবগত করা হয় না, অর্থবছর ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ট্রেডলাইসেন্স, ওয়ারিশিয়ান সার্টিফিকেট, বিভিন্ন প্রত্যয়নপত্র, ব্রিক ফিল্ড, মাছের খামার, মুরগির খামার থেকে কালেকশনের টাকা চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেছেন, জন্ম নিবন্ধনের  আদায়কৃত টাকা চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেছেন, পরিষদের সকল বিষয়ে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নেন, সরকারি যেকোনো বরাদ্দ সঠিকভাবে বণ্টন করেন না এবং ইউপি সদস্যদের কাছ থেকে পেশিশক্তি দিয়ে জোর করে স্বাক্ষর নেন।

হতদরিদ্র কর্মসূচিতে ৯৯ জন লেবারের মধ্যে ১৩ জন লেবারের নাম চেয়ারম্যান নিজেই অন্তর্ভুক্তি করেন। যারা শুরু থেকেই অনুপস্থিত এবং অনুপস্থিত থাকা নাম দেওয়া লেবারের টাকা চেয়ারম্যান নিজেই উত্তোলন করেন। ইউপি সদস্যদের সম্মানি ভাতাও যথাযথভাবে পরিশোধ করেন না তিনি।

বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ইউপি সদস্যরা চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ বেগম, মোছা. জমিলা, মোছা. রোকেয়া, ইউপি সদস্য মিজানুর রহমান (বকুল), আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, সুজন মিয়া, জুয়েল, বাদশা, মনিরুজ্জামান।

ইএইচ

Link copied!