Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণ: ককটেল আতঙ্ক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ১০:০১ এএম


অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণ: ককটেল আতঙ্ক

টাঙ্গাইলের মির্জাপুরে একটি স্কুলের অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হওয়ায় এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অসংখ্য মানুষ স্কুল প্রাঙ্গণে ভিড় জমায়।

রোববার সকাল সাড়ে ১০টায়ি উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে দুপুরের দিকে সেনাবাহিনীর প্রতিনিধিদল সেখানে যায়। তবে সেটি ককটেল নাকি অন্য কিছু সে বিষয়ে তাদের কাছ থেকেও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সকালে হঠাৎ করে স্কুলের সামনে থেকে একটি বিকট শব্দ হয়। অফিস থেকে বের হয়ে এগিয়ে গিয়ে দেখি কিছু মানুষ একটি ছেলেকে ঘিরে আছে। ছেলেটি আমার আপন ভাতিজা। স্থানীয়রা বিকট শব্দের সঙ্গে আমার ভাতিজার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করলে আমি তাকে শাসন করি। ককটেল বিস্ফোরণের মতো কোন আলামত দেখা যায়নি বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় দুই দফায় সেনাবাহিনীর টিম সেখানে যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।

ইএইচ

Link copied!