Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পুলিশের এসআই আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ১১:৩৬ এএম


নারীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পুলিশের এসআই আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লাকে আটক করেছেন স্থানীয় জনতা।

রোববার বিকেলে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে এক নারীকে নিয়ে ভাড়াবাসায় সময় কাটাচ্ছিলেন এসআই মিরাজ মোল্লা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে এসআই মিরাজ মোল্লা এবং ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি রূপগঞ্জ থানায় জানানো হলে পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা ওই নারীকে নিজ বাসায় নিয়ে যান এসআই মিরাজ মোল্লা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়। এরপর উদ্ধার করে তাদের থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন। ওই কর্মকর্তাকে আপাতত পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বাকিটা এসপি মহোদয় দেখবেন।

ইএইচ

Link copied!