আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৪, ১২:০৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৪, ১২:০৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় গত ৫ আগস্ট আল-সাবুর (১৬) এক শিক্ষার্থীকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়া ও তার বোন জামাই রুবলে আহমেদ ভুইয়া ওরফে জামাই রুবেলসহ ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাতে নিহত শিক্ষার্থীর মা মোছা. রাহেন জান্নাত ফেরদৌসী বাদী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত আল-সাবুর (১৬) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় শাহীন স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
মামলার অন্য আসামিরা হলেন- আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সী, আশুলিয়ার গাজীরচটের শাকিল মুন্সী, আবুল ভূইয়া, সাইফুল ইসলাম রানা ও মাসুম মুন্সী, ভাদাইলের সাদেক ভুঁইয়া ও আশরাফ, জিরাবো এলাকার সাইফুল ইসলাম বেপারী হিকু ও রাজু দেওয়ান, ঘোষবাগের মজিবর রহমান ওরফে চুরা মজিবর, ইয়ারপুরের মোশাররফ হোসেন মুসা ও হাসান কবির।
এছাড়াও জামগড়ার কাব্য ভুঁইয়া, আলম ভুঁইয়া, ফারুক ভুঁইয়া, বশির ভুঁইয়া, মিলন মীর, সানি ভুঁইয়া, ইদ্রিস আলী, তালহাত ভুঁইয়া, সফর শেখ, ও উজ্জ্বল ভুঁইয়া, গোরাটের আরিফ মাদবর ও ফরিদ মন্ডল, টংগাবাড়ীর শাহাদত মুন্সী, হেলার মাদবর, ইমতিয়াজ দেওয়ান, সাইদুর রহমান সম্রাট, ইয়াছিন আরাফাত পাপ্পু ও আশরাফ উদ্দিন মাদবর, বগাবাড়ীর সবেদ আলী, চাঁনগাও এর ইয়াকুব মাদবর, চিত্রশাইলের খলিল প্রধান, নরসিংহপুরের শেখ শাহ জালাল শাওনসহ অজ্ঞাত নামা আরও অনেকে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইএইচ