Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০২:৪২ পিএম


শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম জীবনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সোমবার দুপুরে করিমগঞ্জ-চামটা সড়কের কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ূন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান সানি, নাজমুল আলম সোহান, ইয়ামিন সিদ্দিকী, মোহাম্মদ হৃদয় প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, কলেজ শিক্ষক জহিরুল ইসলাম জীবন গত ৫ আগস্ট রাতে তার গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার বানাইল বাজারে অবস্থানকালে কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

ইএইচ

Link copied!