Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটি পৌরসভা চালাবেন প্রশাসনিক কর্মকর্তা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৩:০৩ পিএম


রাঙামাটি পৌরসভা চালাবেন প্রশাসনিক কর্মকর্তা

রাঙামাটি পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এ প্রশাসনিক কর্মকর্তা সোমবার অফিসের সময় অনুযায়ী প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা তোপের মুখে পালিয়ে যাওয়ায় জনপ্রতিনিধি নির্ভর প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে।

এর আগে গত ১৫ এবং ১৮ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রাঙামাটি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে নামে। এ সময় রাঙ্গামাটি সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ইএইচ

Link copied!