Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সেনবাগ থানার সাবেক ওসিসহ ১৭ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৩:৪৩ পিএম


সেনবাগ থানার সাবেক ওসিসহ ১৭ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৪-২৫ জনকে।  

রোববার রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অপহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবাগ থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!