Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শপথ গ্রহণ করে পরিষদে পৌঁছানোর আগেই অপসারিত গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

আগস্ট ১৯, ২০২৪, ০৫:০২ পিএম


শপথ গ্রহণ করে পরিষদে পৌঁছানোর আগেই অপসারিত গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন শপথ গ্রহণের একঘণ্টা পরেই অপসারিত হয়েছেন।

সারাদেশে ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণে সরকারি প্রজ্ঞাপনে রংপুরের গংগাচড়া উপজেলার নাম ছিল।

শপথ গ্রহণ করে উপজেলা পরিষদ না পৌঁছাইতে সরকারিভাবে এই ঘোষণা চলে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।

সোমবার সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন মোকাররম হোসেন সুজন।

শপথ গ্রহণ করে মামলা সংক্রান্ত কাজে রংপুর আদালতে আসেন তিনি। সেখানে জানতে পারেন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারাদেশে ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

এদিকে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারাদেশের ৪৯৩টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটি গণমাধ্যমে প্রকাশ পায় ১৯ আগস্ট দুপুরে।

উল্লেখ্য, রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮৩৩ ভোটের ব্যবধানে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।

পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনি ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ব্যালট পূর্ণ গণনার  মামলা করেন। মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলো নির্বাচনি ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক।

পরবর্তীতে হাইকোর্ট থেকে শপথ গ্রহণের পক্ষে রায় নিয়ে আসেন। সকাল ১০টায় শপথ নেয়ার পর দুপুরে জানতে পারেন রোববার জারি করা প্রজ্ঞাপনে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তিনিও অপসারিত হয়েছেন।

ইএইচ

Link copied!