Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটি বেতারের সকল কর্মকর্তাদের বৈষম্য অবসানের দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৫:১৫ পিএম


রাঙামাটি বেতারের সকল কর্মকর্তাদের বৈষম্য অবসানের দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের সকল বৈষম্যের অবসান ও অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ী করণের ১ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেতারের সকল ক্যাডার, নন-ক্যাডার, শিল্পী ও কলাকৌশলীরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি বাংলাদেশ বেতার কেন্দ্রের মূল গেইটে এই মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারী ও শিল্পী কলাকৌশলীরা।

এ সময় রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী (বিসিএস তথ্য) প্রকৌশলী মো. আবু সালেহ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) (বিসিএস তথ্য) মো. জাকারিয়া সিদ্দিকী উপ-আঞ্চলিক প্রকৌশলী মো. জুলফিকার আলী, উপ-আঞ্চলিক প্রকৌশলী তাহিরা আক্তার খুশী, অনিয়মিত শিল্পী সুবীর চাকমা ও মো. সোহেল রানা বক্তব্য দেন।

বক্তব্যে বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বেতারে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। তথ্য ক্যাডার হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বার্তা বিভাগ ও অনুষ্ঠান শাখায় পদোন্নতি হচ্ছে না। আমরা যে যেখাই আছি সেখানেই রয়ে গেছি দীর্ঘ বছর ধরে। এই বৈষম্য দুরীকরণসহ বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের থেকে মহাপরিচালক নিয়োগের দাবি জানান তারা।

এদিকে অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশ বেতারে কাজ করে কোন প্রকার সুযোগ সুবিধা আমরা পাই না। শুধুমাত্র ন্যূনতম ভেতরে চাকরি করে নুন আনতে পানত্তা ফুরায় আমাদের।

তারা বলেন, চাকরির একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। চাকরি শেষে আমাদেরকে খালি হাতে বাড়ি ফিরতে হয়। এই বৈষম্য দূর করতে হবে।

এক দফা দাবি জানিয়ে বলেন, যে সকল অনিয়মিত শিল্পী স্ব স্ব পদে রয়েছে সেই সেই পদে স্থায়ী করন করার দাবি জানান।

এছাড়া বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্রে প্রায় ১ হাজারের বেশি চুক্তিভিত্তিক শিল্পী ও কলাকৌশলী রয়েছেন যাদের কোন চাকরি স্থায়ীকরণ করা হয়নি। এই বৈষম্য দূর করতে ও চাকরি স্থায়ী করণের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি নামা পেশ করে আসছেন চুক্তিভিত্তিক শিল্পী কলাকৌশলীরা। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এই বৈষম্য দুর করার দাবি জানান।

ইএইচ

Link copied!