Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাবেক মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৫:২১ পিএম


সাবেক মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এদিকে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার দুপুরে জেলার হাতীবান্ধায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা।

মোতাহার হোসেন ও লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এর আগে রোববারও লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এক সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা এমন অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেপ্তারের দাবি করেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সংগঠনটির জেলা সভাপতি গুরুচরণ রায়, সম্পাদক অনিন্দ্য কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।

ইএইচ

Link copied!