Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাউফলে সিসি ক্যামেরা কেনার নামে চাঁদাবাজি করা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৬:২৬ পিএম


বাউফলে সিসি ক্যামেরা কেনার নামে চাঁদাবাজি করা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মামলা করেন আল মামুন সন্যামত নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। রোববার (১৮ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই সেনা সদস্য এ মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৩৯৯/২৪। নেছার উদ্দিন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ২০২২ সালে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থায়নে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে তা আত্মসাৎ করেন। মামলার বাদী আল মামুন সন্যামত মামলার এজাহারে উল্লেখ করেন, ওই বছর ২৫মে বেলা ১০ টা থাকে ১১টার দিকে অস্ত্রের ভয় দেখাইয়া সিসি ক্যামেরা স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারে কাছ থেকে ৫লাখ টাকা চাঁদা তোলে ইউপি চেয়ারম্যান। এমনকি নেছার উদ্দিন সিকদার তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদারকে ও সাক্ষী হিসাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা রাখা হয়েছে ২১জন।

এ বিষয়ে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদার কে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার।

আরএস

Link copied!