Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার অডিও ভাইরাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২০, ২০২৪, ০১:৩০ এএম


পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার অডিও ভাইরাল

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য রাজিব সমাদ্দারের একটি অডিও। সেখানে তিনি পিরোজপুরের নাজিরপুরে সংখ্যাঘুদের ওপর নির্যাতন, হামলা, দোকানপাট লুট ও ভাঙচুরের নির্দেশ দেন।

সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।

রাজিব সমাদ্দার উপজেলার সেচ্ছাসেবক লীগের নাজিরপুর সদর ইউনিয়নের সভাপতি এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

তার নির্দেশে সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের সুশীল ঢালির কাপড়ের দোকান লুট করা হয়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া হিমাংশু সমদ্দার, আকাশ হালদার, দুলাল ডাক্তার ও মানিকের দোকান লুট ও ভাঙচুর করা হয়। এর ফলে লাখ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

রাজিবের নির্দেশে কলাতলা গ্রামের কুদ্দুস শেখের ছেলে তুহীন শেখ, জব্বার শেখের ছেলে কাইয়ুম শেখ, ফরিদ মাঝি, জিহাদ মোল্লা, সেলিম মোল্লা, আজমাইন শেখ, কামরুল মোল্লা, সোহেল মোল্লা, রুবেল খান, করিম মোল্লা এসব নাশকতামূলক কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত রাজিব সমাদ্দারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওই অডিওতে আমি কোনো কথা বলিনি এবং ভাঙচুরের নির্দেশ দেইনি। যা শুনেছেন তা এডিট করা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!