Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মৌলভীবাজারে অপসারণ হলেন যারা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৩:২৩ পিএম


মৌলভীবাজারে অপসারণ হলেন যারা

সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায়ও অপসারণ হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন পৌর মেয়র।

অন্তবর্তীকালীন সরকারের আদেশে অপসারণকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

সাত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বুলবুল, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন।

পাঁচ পৌর মেয়ররা হলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী।  

এদিকে জেলার ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের পর ওইসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!