Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৩:২৮ পিএম


মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াজেদ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ গ্রহণ করেন।

ইএইচ

Link copied!