Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৪:১৫ পিএম


বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।  

বক্তর‌্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলার, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্বন্বয়ক একরামুল হক আবির, নিউজ ২৪ জেলা প্রতিনিধি ফখরুল হোসেন পলাশ, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি এমদাদুল হক, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, ডিবিসির জেলা প্রতিনিধি মুর্শেদুর রহমান, দেশটিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য, সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪ ডটকম, রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দূষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাঙচুরসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায়।

ইএইচ

Link copied!