Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাটখিল উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৪:২০ পিএম


চাটখিল উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। এছাড়া চাটখিল পৌরসভার প্রশাসন হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়।

সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

এর আগে, রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়র কে অপসারণ করা হয়। ওই অপসারণের ফলে চাটখিল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদটি শূন্য হয়।

সোমবার সন্ধ্যায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, স্থানীয় সরকার বিভাগের সকল সেবা জনসাধারণকে নির্বিঘ্নে প্রদানের লক্ষ্য সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রশাসক নিয়োগ করেছেন। এখন থেকে চাটখিল উপজেলা ও পৌর বাসী জন্মনিবন্ধন সহ যাবতীয় সেবা দ্রুততম সময়ের মধ্যে পাবে।

ইএইচ

Link copied!