Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিনা ভোটে নির্বাচিত চেয়াম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৪:২৭ পিএম


বিনা ভোটে নির্বাচিত চেয়াম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

বিনা ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের আমরা সাধারণ ভোটারের ব্যানারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

পরে শহীদ মিনার থেকে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যায়।

এ সময় পথসভায় বক্তারা বলেন, বিগত শেখ হাসিনা সরকারে আমলে বিনা ভোটে নির্বাচিত নবাবগঞ্জের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনিয়ম, দুর্নীতি বিচার করতে হবে। সাবেক এমপি সালমান এফ রহমানের প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তারা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

আজকের মানববন্ধন ও পথসভা থেকে আমরা বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আমরা সাধারণ ভোটারের ব্যানারে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, বিএনপি নেতা ডা. আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাবিবুর রহমান, যুবদল নেতা পবন মাহমুদসহ মহিলা দল, ছাত্র দলের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!