Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৪:৩১ পিএম


ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ।

এ সময় জেলার সিনিয়র সাংবাদিকসহ অনেকেই বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সোমবার একদল দুর্বৃত্ত রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে দৈনিক কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার একাধিক গণমাধ্যম অফিস ক্ষতিগ্রস্ত করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে এবং সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ ও মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!