Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমনিরহাটে সীমান্তে নিরাপত্তা বিষয়ক প্রেস ব্রিফিং

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৬:২৮ পিএম


লালমনিরহাটে সীমান্তে নিরাপত্তা বিষয়ক প্রেস ব্রিফিং

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি এবং দুষ্কৃতকারীকারী কর্তৃক সরকারি স্থাপনা, থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, লুটপাট হয়।

এ বিশেষ পরিস্থিতি মোকাবেলা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন।

এ লক্ষ্যে মঙ্গলবার হাতীবান্ধা হাইওয়ে থানা প্রাঙ্গণে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি এ প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাসানুজ্জামান চৌধুরী।

এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা, গুজব রোধে ব্যবস্থা গ্রহণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কাজ করছে।

ইএইচ

Link copied!