Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৬:৩৩ পিএম


গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

চ্যানেল আই, কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ ৭টি গণমাধ্যমের কর্ণধার বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের অন্যান্য গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে নাটোরের কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা বলেন, দুষ্কৃতিকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুর্নীতিবাজ, দেশবিরোধী ও দুষ্কৃতিকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহ্বান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক।

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চালনায় বক্তব্য দেন— কালেরকণ্ঠ ও চ্যানেল আইয়ের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, যমুনা টিভির নাটোর কারেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সেক্রেটারি এসএম কামাল হোসেন, বিটিভির জালাল উদ্দিন, ৭১ টিভি ও ডেইলি স্টারের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, এসএটিভির মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্য সাংবাদিকরা।

ইএইচ

Link copied!