কুড়িগ্রাম প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৪, ০৬:৩৭ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৪, ০৬:৩৭ পিএম
কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম সেনসিটাইজেশন অ্যান্ড প্লানিং শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেইফটি কাউন্সিলরের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ।
এ সময় বক্তব্য দেন, প্রোগাম কোঅর্ডিনেটর মঞ্জুর কাদের খান, প্রশিক্ষক ও প্রশাসন কর্মকর্তা সাখোয়াত হোসেন, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে সভায় শামসুল ইসলাম মন্ডলসহ পরিচালকরা।
আয়োজকরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রান্তিক ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, সেইফটি সেল এবং পিইআরটি ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত করাসহ এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের কার্যক্রম ও বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ প্রকল্পের লক্ষ্যসমূহ তুলে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ইএইচ