Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ফেনীর শিহাব হত্যা সাবেক তিন সাংসদসহ সাড়ে ৩শ জনের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৪, ০৮:২৮ পিএম


ফেনীর শিহাব হত্যা সাবেক তিন সাংসদসহ সাড়ে ৩শ জনের বিরুদ্ধে মামলা

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে আওয়ামীলীগ নেতাকর্মীদের গুলিবর্ষণে দোকান কর্মচারী শিহাব হত্যার ঘটনায় জেলার সদ্য সাবেক তিন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) নিহত শিহাবের মা মাহফুজা আক্তার বাদি হয়ে ফেনী মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট দুপুরে মহিপালে আন্দোলনে অংশ নেয় জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা মোবাইল টেকনেশিয়ান ওয়াকিল আহমেদ শাকিল।

এ সময় আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ও বিগত সরকারের সহযোগীরা গুলি ছুঁড়লে শিহাবের কপালে লাগে। একপর্যায়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।এ মামলায় আরও আড়াইশ থেকে তিনশজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণায় নাসিম চৌধুরী, নিজাম হাজারী ও মাসুদ চৌধুরীর পরিকল্পনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র পিস্তল, বন্দুক, রাইফেল, শর্টগান, একে ৪৭ রাইফেল, এম-১৬ গান, দামা, তলোয়ার, চাইনীজ কুড়াইল নিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

উল্লেখযোগ্য আসামির মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সহ-সম্পাদক জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খন্দকার, জেলা আওয়ামীলীগ সদস্য ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম মজুমদার, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিজাম উদ্দিন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী পোৗরসভার কাউন্সিলর খালেদ খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, সহ-সভাপতি রাশেদুল হক হাজারী, ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, ফুলগাজী উপজেলা যুবলীগ সভাপতি সালেহ উদ্দিন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভর নাম রয়েছে।

আরএস

Link copied!