Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আগস্ট ২১, ২০২৪, ০৫:২০ পিএম


শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হীরাঝিল রোডে কেয়ার টেকার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ভাই শাখাওয়াত বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে থানায় মামলাটি দায়ের করেন নিহত ভাই শাখাওয়াত। গণমাধ্যমকর্মীদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স পেছনে হীরাঝীল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনে রাস্তায় মনির হোসেন (৫৬)গুলিবিদ্ধ হন ।

এসময় স্থানীয় লোকজন নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানা যায়, এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরীব ওসমান,এনসিসি ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমানমতি,পানিআক্তার ,হাবিবুল্লাহ হুবুল, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর শাহজালাল বাদল,১ নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম, ইলিয়াস, সাদেক হোসেন ,স্বেচ্ছাসেবক লীগের নেতা শিব্বির,দেলোয়ার হোসেন সরকার, এম এ স্বপন, সজু, সিরাজ মন্ডল,লেতুর সামাদ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ১২৩ জনকে আসামি করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক সত্যতা নিশ্চিত করেন।

বিআরইউ

Link copied!