Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোমতী নদীর পানি বিপৎসীমার উপরে, কুমিল্লায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ১২:২০ পিএম


গোমতী নদীর পানি বিপৎসীমার উপরে, কুমিল্লায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানির তোড়ে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানান গোমতীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, মনহরগঞ্জ, তিতাস উপজেলার বেশ কিছু জায়গায় পানি ব্যাপক হারে বেড়েই চলছে। ঘরের ভেতরে পানি উঠে যাওয়ায় পানিবন্দি মানুষজন খুবই বিপদে পড়েছে।

তিতাস উপজেলার আসমানিয়া বাজারে স্থানীয়ভাবে কাঠ ও স্টিল দিয়ে করা সেতুটি ভেঙে গেছে গোমতীর স্রোতে। স্থানীয়রা জানায়, গত ৪০ বছরে গোমতীর এত স্রোত দেখেনি মানুষ।

সরেজমিনে গোমতী নদীর উত্তর এলাকা ঘুরে দেখা যায়, বুড়িচং বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় পাড়ের সমান। কোথাও কোথাও পানি বাঁধ উপচেপড়ার মতো অবস্থা।

স্থানীয়রা সারারাত বাঁধের বিভিন্ন অংশ মেরামত করেছে। বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে। বাঁধ ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোমতী পাড়ের লাখো মানুষ।

বিআরইউ

Link copied!