Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৪, ০৬:২৬ পিএম


বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর এলাকায় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভা করা হয়।

আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে মেসার্স রাইয়ান কনট্রাকশনের আবু রাইয়ান আশয়ারী রছিকে সভাপতি ও মেসার্স কনক এন্টারপ্রাইজের প্রোপাইটার আনিসুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এতে সভাপতিত্ব করেন সেলিনা ট্রেডার্সের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম প্রধান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাট চেম্বার অফ কমার্সের পরিচালক আমদানিকারক হুমায়ুন কবির সওদাগর, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, রাজ ট্রেডিংয়ের প্রোপাইটার সফিয়ার রহমান, তাইফুর ট্রেডার্সের রেজওয়ান হোসেন, তারেক এন্টারপ্রাইজের আনোয়ারুল ইসলাম দীপু প্রমুখ।

ইএইচ

Link copied!