Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সিলেটে দলিল জালিয়াতি মামলায় সহকারী শিক্ষকসহ ২ জন কারাগারে

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ২২, ২০২৪, ০৭:২৬ পিএম


সিলেটে দলিল জালিয়াতি মামলায় সহকারী শিক্ষকসহ ২ জন কারাগারে

সিলেটে দলিল জালিয়াতি ও ভূমি আত্মসাৎ মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকসহ ২ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের (কানাইঘাট) সিআর ২৭৯/২০২৩ মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হচ্ছেন- সিলেটের কানাইঘাট উপজেলার ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার জুলাই আগরচটি গ্রামের হাজী আইয়ুব আলীর পুত্র মো. আব্দুছ ছালাম ও তার বড় ভাই মো. আবু সাঈদ।

তাদের বিরুদ্ধে দলিল জালিয়াতি করে অন্যের ভূমি আত্মসাতের অভিযোগে এ মামলা হয়। মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

ইএইচ

Link copied!