Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৪, ০৭:৪৬ পিএম


সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ

সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ছাত্রজনতা ও এলাকাবাসী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর-সরিষাবাড়ি  সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন, ভাটার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মালম, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান ও ব্যবসায়ীর চাঁন খা প্রমুখ।

বক্তার, ভাটারা ইউনিয়ন পরিদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদলের নানা অনিয়ম, দুর্নীতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তুলে ধরেন। চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের অপসারণ ও তার ফাঁসির দাবি জানান।  

তার অতিদ্রুত চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের মাধ্যমে জনগণের হয়রানির বন্ধের দাবি ও জানান।

ইএইচ

Link copied!