Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৪, ১০:৫২ পিএম


মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) উদ্যোগে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার অনুদান প্রদান করা হয়েছে।

চলমান অতিবৃষ্টির কারণে ব্যাটালিয়নের আওতাধীন কিছু পরিবারের ঘরবাড়িতে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে বৃহস্পতিবার ব্যাটালিয়নের পক্ষ থেকে বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মাঝে ৭৫ কেজি (প্রতি পরিবার ৫ কেজি) চাল প্রদান, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারীপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মাঝে শুকনা খাবার (৭৫ কেজি চাউল, ৩৫ কেজি চিড়া, ৫৮ কেজি মুড়ি) বিতরণ করা হয়।

এছাড়াও ব্যাটালিয়নের অধীন কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মাঝে (৩৫ কেজি চিড়া, ৩৫ কেজি মুড়ি) এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মাঝে (১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি এবং ০৫ কেজি চিনি) শুকনা খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!