Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘাটাইলে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি অনুমোদন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৪, ০৩:৪৪ পিএম


ঘাটাইলে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি অনুমোদন

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা ইউনিটের নির্বাহী কমিটি (২০২৪-২০২৫) অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম আরিফ ও সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাসান নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে শুক্রবার ঘাটাইলের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি মাছুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুলের যৌথ স্বাক্ষরে ১ বছর মেয়াদি এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল ইউনিটে মোট ১৬ জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

এতে সহ-সভাপতি সালাম চান তরফদার, যুগ্ম সম্পাদক মো. রকিবুল হাসান জসিম, অর্থ সম্পাদক মাঈনুল কবির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম কার্যকরী সদস্য আব্দুল লতিফ, খন্দকার আওয়াল আব্দুল্লাহ শিবলু, মো. মারুফ হোসেন, সাধারণ সদস্য মো. আব্দুর রহিম, মেহেদী হাসান সাগর, দুলদুল হাসান রাজু, মো. সাব্বির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলী, এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।

ইএইচ

Link copied!