Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

কালীগঞ্জে বিএনপির অফিস আগুন: ৪০০ জনের নামে মামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৪, ০৪:৫৪ পিএম


কালীগঞ্জে বিএনপির অফিস আগুন: ৪০০ জনের নামে মামলা

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার থানাপাড়া নিবাসী শাজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বলেন, ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে থানায় একটি  মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তবে আজ থেকে আসামি গ্রেপ্তারে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালাবে বলেও তিনি জানান।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির নিমতলা রোডস্থ দলীয় কার্যালয় ভাঙচুর, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। আর সব মিলিয়ে এ হামলা এবং অগ্নি সংযোগে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, আলী হোসেন অপু, নাছির উদ্দীন চৌধুরী, আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু পৌর কাউন্সিলর মনিরুজ্জামান রিঙ্কু, ফিরোজ আহমেদ সেন্টু, রুবেল হোসেন, ইউপি সদস্য আনোয়ার ও কামালসহ ৯৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!