পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৪, ০৬:৩৪ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৪, ০৬:৩৪ পিএম
টানা ভারী বৃষ্টিপাতের ফলে ফেনীছড়া নদীর আশেপাশে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত কয়েক দিন যাবৎ ভারী বৃষ্টিপাতের ফলে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর আওতাধীন এলাকায় কিছু কিছু পরিবারের বাড়ি ঘরে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে শুক্রবার ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়ানবাজার এলাকায় ১৬টি, সাদিয়াবাড়ীপাড়া এলাকায় ৭টি, যামিনীছড়াপাড়া এলাকায় ৪টি, ধর্মরামবাড়ি এলাকায় ১টি, অযোধ্যামোড় এলাকায় ১২টি, শান্তিপুর এলাকায় ১৫টি, করল্যাছড়ি এলাকায় ১৩টি, মৌলভীপাড়া এলাকায় ৯টি, ইব্রাহীমপাড়া এলাকায় ২টি, এবং নতুনপাড়া এলাকায় ৭টি পরিবারসহ সর্বমোট ৮৬টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রতি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি ও লবন ৫০০ গ্রাম বিতরণ করা হয়েছে।
সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা আনুমানিক ৩৪৪ জন (পাহাড়ি-৮৪ এবং বাঙালি-২৬০ জন)।
ইএইচ