Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

মাগুরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৪, ০৬:৫৭ পিএম


মাগুরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

চলমান পরিস্থিতি নিয়ে মাগুরার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এমন অপপ্রচারে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে মাগুরার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা।

এরই লক্ষ্যে মাগুরা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার বিকাল ৫টায় মাগুরা সদর উপজেলার বাটিকাডাঙায় (পাকার মাথা) এ মতবিনিময় সভা করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দরা। সভায় বিএনপির অঙ্গসংগঠন ও হিন্দুসম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

৮নং ওয়ার্ড বিএনপির সদস্য অসিত পরামানিক বলেন, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পর তৎক্ষণাৎ মাগুরা যেন আর বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি না হয় সেজন্য এ জেলার বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন এবং আগামীতেও থাকার আশ্বাস দিয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাসুদ হাসান খান কিজিল আহ্বায়ক পৌর বিএনপি মাগুরা।

সভাপতিত্ব করেন ওমর আলী সভাপতি ৮নং পৌর বিএনপি, সঞ্চালনায় ছিলেন আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক ৮নং পৌর বিএনপি।

ইএইচ

Link copied!